+++ version = "1.4" aliases = ["/version/1/4/bn"] +++ # কনট্রিবিউটরদের আচরনবিধি ## আমাদের অঙ্গীকার গোষ্ঠীর অবাধ এবং স্বাগতপূর্ণ ভাবমূর্তি বজায় রাখার আগ্রহে, আমরা কনট্রিবিউটর এবং মেনটেইনার হিসেবে অঙ্গীকার করছি যে, এই প্রজেক্ট ও গোষ্ঠীতে যোগদান বয়স, শরীর, অক্ষমতা, জাতি, লিঙ্গ পরিচয় ও অভিব্যক্তি, অভিজ্ঞতা, জাতীয়তা, চেহারা, বর্ণ, ধর্ম, যৌন পরিচয় ও অভিব্যক্তি নির্বিশেষে সবার জন্য একটি হয়রানি-মুক্ত অভিজ্ঞতা করব। ## আমাদের মানদন্ড ইতিবাচক পরিবেশ তৈরী করতে ব্যবহারের কিছু উদাহরন: * স্বাগতপূর্ণ ভাষা ব্যবহার * বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার প্রতি সম্মান * মার্জিত ভাবে গঠনমূলক সমালোচনা গ্রহণ * গোষ্ঠীর উন্নতিকে প্রাধান্য দেওয়া * গোষ্ঠীর বাকি সদস্যদের প্রতি সহমর্মিতা দেখানো গ্রহণযোগ্য নয়, অংশগ্রহণকারীদের এমন আচরণের উদাহরণ: * যৌনতাপূর্ণ ভাষা বা চিত্রাবলী এবং অবাঞ্ছিত যৌন আসক্তি বা অগ্রগতি * ট্রলিং, অপমানজনক / অসম্মানজনক মন্তব্য এবং ব্যক্তিগত বা রাজনৈতিক আক্রমণ * প্রকাশ্য বা ব্যক্তিগত হয়রানি * অন্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ, যেমন: স্পষ্ট অনুমতি ছাড়া প্রকৃত বা ইলেকট্রনিক ঠিকানা প্রকাশ * অন্যান্য আচরণ যা পেশাদার পরিবেশে যুক্তিসঙ্গতভাবে অনুপযুক্ত হিসেবে বিবেচনা করা হয় ## আমাদের দায়িত্ব প্রজেক্ট মেনটেইনাররা গ্রহণযোগ্য আচরণের মান ব্যাখ্যা করা এবং অনুপযুক্ত আচরণের জন্য যথোপযুক্ত এবং যথোপযোত সংশোধনমূলক ব্যবস্থা নেয়ার জন্য দায়বদ্ধ। যদি কোনও কমেন্ট, কমিট, কোড, উইকি, ইস্যু এবং বাকি অবদানগুলো আচরণ বিধি মেনে না চলে, প্রজেক্ট মেনটেইনারদের তা অপসারণ, সম্পাদনা বা প্রত্যাখ্যান করতে পারে এবং যদি কারো ব্যবহার অনুপযুক্ত, ভীতিপ্রদর্শক, আক্রমণাত্মক বা ক্ষতিকর মনে হলে অবদানকারীকে অস্থায়ী বা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ## ব্যাপ্তি কোনও ব্যক্তি, যে প্রজেক্ট বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে, তার জন্য এই আচরনবিধি প্রজেক্ট ও প্রকাশ্যে, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। প্রজেক্ট বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করার উদাহরন: অফিসিয়াল ইমেইল ব্য়বহার করা, অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করা, কোনো অনলাইন বা অফলাইন অনুষ্ঠানে নিযুক্ত প্রতিনিধি হিসেবে কাজ করা। প্রজেক্ট মেনটেইনাররা প্রতিনিধিত্ব-এর সংজ্ঞা আরও ভাল ভাবে ব্যাখ্যা এবং স্পষ্ট করতে পারে। ## প্রয়োগ অপমানজনক, হয়রানী বা গ্রহণযোগ্য নয় এমন আচরণের খবর প্রজেক্ট টীমকে জানানো যাবে [এই ই-মেল এ]। সব অভিযোগ পর্যালোচনা করা ও তদন্ত করা হবে এবং এই পরিস্থিতিতে যে প্রতিক্রিয়া প্রয়োজনীয় ও উপযুক্ত বলে মনে করা হবে তা প্রয়োগ করা হবে। প্রজেক্ট টীম এই ঘটনার রিপোর্টার সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে বাধ্য। নির্দিষ্ট প্রয়োগ নীতিগুলি আরও বিস্তারিতভাবে আলাদা করে পোস্ট করা যেতে পারে। প্রজেক্ট মেনটেইনারদের মধ্যে যারা সরল বিশ্বাসে এই আচরনবিধি অনুসরণ বা প্রয়োগ করবে না, তারা প্রজেক্টের অন্যান্য নেতৃবৃন্দের দ্বারা নির্ধারিত অস্থায়ী বা স্থায়ী প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারে। ## অধ্যাস এই আচরনবিধি [Contributor Covenant][homepage], version 1.4 থেকে উদ্ভূত হয়েছে, এখানে পাওয়া যাবে https://www.contributor-covenant.org/bn/version/1/4/code-of-conduct.html [homepage]: https://www.contributor-covenant.org